সিলেটে বিয়ের আশ্বাসে তরুণীকে ‘ধর্ষণ’

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ৩১, ২০২১
০৬:০৭ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ৩১, ২০২১
০৭:৪৯ অপরাহ্ন



সিলেটে বিয়ের আশ্বাসে তরুণীকে ‘ধর্ষণ’

সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তের নাম মকছুদুল ইসলাম তাহদিল (২৪)। তিনি শহরতলীর মোল্লাবাড়ি গ্রামের বাসিন্দা রহিম উদ্দিনের ছেলে । এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সিলেটের মহানগর পুলিশের জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন।

জালাবাদ থানা সূত্রে জানা যায়, মকছুদুল ইসলাম ভুক্তভোগী তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে ওই তরুণী মকছুদুল ইসলাম তাহদিলকে বিয়ের জন্য চাপ দিলে তিনি নানা টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে তাকে মুখ না খুলতে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন। 

মামলার বিবরণ অনুযায়ী, গত ২১ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাহদিল জালালাবাদ থানাধীন নোয়াগাঁও গ্রামের ওই তরুণীর বাড়ি যান। এ সময় তাহদিল জোরপূর্বক ওই তরুণীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় গতকাল শনিবার রাতে ধর্ষিত তরুণীকে জালালাবাদ থানা পুলিশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে থানায় বাদী অভিযোগ দাখিল করলে পুলিশ মামলা হিসেবে তা নথিভুক্ত করে। মামলায়  একজনকেই আসামী করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। কিশোরীকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।’

বিএ-০৩