৬০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২৯, ২০২১
০৭:০০ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৯, ২০২১
০৭:০০ পূর্বাহ্ন



৬০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল জেলা প্রশাসন

সিলেট জেলা প্রশাসনের আয়োজনে ও সিলেট শিক্ষা ট্রাস্টের উদ্যোগে ৬০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুমাইয়া ফৌরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট এমসি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালেহ আহমদ, সাংবাদিক আফতাব চৌধুরী ও শাবিপ্রবি’র সহাকারী রেজিস্ট্রার ফয়সল আহমদ। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ ন ম বদরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

পাঁচ ক্যাটাগরিতে এইচএসসি, অনার্স, মাস্টার্স, ইঞ্জিনিয়ারিং/মেডিকেল, প্রতিবন্ধীসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৬০ জনকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আরসি-০২