আইইডিসিআরের রিপোর্টেও করোনা শনাক্ত ৩ জনের

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২৮, ২০২১
০৯:২৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৮, ২০২১
১০:৪৮ পূর্বাহ্ন



আইইডিসিআরের রিপোর্টেও করোনা শনাক্ত ৩ জনের

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নমুনা পরীক্ষায় ২৮ যুক্তরাজ্য প্রবাসীর মধ্যে ৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। বাকি ২৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এর আগে শাহজালাল বিশ্ববিদ্যাল ল্যাবে এসব যাত্রীর দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় একই ধরণের ফলাফল এসেছিল। 

তিন যাত্রীর করোনা পজিটিভ আসার বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন খাদিমপাড়া ৩১ শয্যা হাসপাতালের তত্ববধায়ক ডা. জালাল উদ্দিন। 

তিনি সিলেট মিররকে বলেন, ‘আইইডিসিআর এর রিপোর্টে ২৫ জনের নেগেটিভ এবং ৩ জনের পজিটিভ আসে। শাবির ল্যাবের সঙ্গে এই রিপোর্টের মিল রয়েছে। যাদের নেগেটিভ এসেছে তাদের ছেড়ে দেওয়া হবে। আর যাদের পজিটিভ এসেছে তাদের হাসপাতালেই রাখা হবে।’

এর আগে যুক্তরাজ্য থেকে সিলেট আসা ২৮ প্রবাসীর করোনাভাইরাস পরীক্ষায় একদিনের ব্যবধানে দুই রকম ফলাফল আসায় পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আক্রান্তরা কেউ করোনাভাইরাসের নতুন স্ট্রেইন বহন করছেন কী না তা শনাক্ত করতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সাত সদস্যের একটি দল মঙ্গলবার সিলেট এসেছে।

গত ২১ জানুয়ারি সিলেট আসা ১৫৭ জন যাত্রীর কোয়ারেন্টিন শেষে বেসরকারি সীমান্তিক হাসপাতালের ল্যাবে সোমবার তাদের মধ্যে ২৮ জনের করোনা শনাক্ত হয়। একসঙ্গে এতজনের করোনা শনাক্ত হওয়ায় এই ২৮ জনের নমুনা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হলে তাদের মধ্যে ২৫ জনের নেগেটিভ ফলাফল আসে। পরবর্তীতে তাদের সবার নমুনা তৃতীয়বারের মতো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঢাকায় আইইডিসিআরের ল্যাবে পাঠানো হয়। এদিকে প্রথমবার করোনা শনাক্ত হওয়ার পরে ২৮ প্রবাসীকে রাখা হয় খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে।

 

এনএইচ-০১/এএফ-০৫