নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৮, ২০২১
০৮:২২ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৮, ২০২১
০৮:২২ পূর্বাহ্ন
-প্রতীকি ছবি
সিলেটের জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল উত্তর এলাকা মাদকসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে র্যাব-৯ এর সিলেট সদর কোম্পানীর একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো, ভিত্রিখেল গ্রামের মো. ফারুক (৪৫) ও তবাং গ্রামের হাফিজ আহমেদ (২৫)। তাদের কাছ থেকে ২৪৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।
পরে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য মাদক আইনে মামলা দায়ের করে আসামিদেরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরসি-১০