কিবরিয়া হত্যার ন্যায়বিচার নিশ্চিতের দাবি

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৮, ২০২১
০৮:০৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৮, ২০২১
০৮:০৩ পূর্বাহ্ন



কিবরিয়া হত্যার ন্যায়বিচার নিশ্চিতের দাবি

সাবেক অর্থমন্ত্রী ড. শাহ এএমএস কিবরিয়া হত্যার ন্যায় বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। বুধবার এই হত্যাকাণ্ডের ১৬ বছর পূর্ণ হওয়ার দিনে তারা বিবৃতি দিয়ে এই দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘প্রকৃত ঘটনা উদঘাটন, প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও গ্রেনেডের উৎস সম্পর্কে প্রকৃত সত্য উদঘাটন করা ন্যায়বিচার নিশ্চিত করার আবশ্যকীয় বিষয়। তাই প্রকৃত ন্যায়বিচার নিশ্চিতের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবেন এবং দ্রুত বিচার সম্পন্ন করে শোকাহত পরিবারের ন্যায্য দাবির প্রতি সম্মান দেখাবেন।’

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, মরহুম কিবরিয়া ছিলেন দেশের সফল একজন অর্থনীতিবিদ, জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে প্রকাশ্য দিবালোকে একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় ঘাতকরা গ্রেনেড হামলা চালিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছিলো। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, ১৬ বছরেও এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়নি। তাই ন্যায়বিচার নিয়ে পরিবারের সদস্যরা হতাশা ও সন্দেহ প্রকাশ করে চলেছেন। জাতিও এ বিষয়ে বারবার হতাশ হচ্ছে।’

বিবৃতি দিয়েছেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, লেখক ও গবেষক অ্যাডভোকেট আনসার খাঁন, কবি ও গীতিকার এবং রাজনীতিবিদ অ্যাডভোকেট এমদাদুল হক, অ্যাডভোকেট কানাই লাল দাশ, অ্যাডভোকেট মো. আব্দুল মালিক শামীম, সিভিল ইঞ্জিনিয়ার শিবু প্রশাদ দাশ, চিকিৎসক শাহ মো. আজাদ আলী, ব্যবসায়ী মো. মনসুর ঘোরী, মোহাম্মদ আশরাফ হোসেন, মো. নজরুল ইসলাম আজাদ, আনিসুর রহমান প্রমুখ।

আরসি-০৮