সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির কম্বল বিতরণ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৮, ২০২১
০৭:৩২ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৮, ২০২১
০৭:৩২ পূর্বাহ্ন



সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির কম্বল বিতরণ

সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে নগরে কম্বল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরের বিভিন্ন স্থানে এই কম্বল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘শীতার্ত অসহায় মানুষ আমাদের সমাজের অংশ। তাদের কল্যাণে যার যার অবস্থান থেকে সাধ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সহ সভাপতি প্রদীপ রঞ্জন দাস, সাধারণ সম্পাদক আমিনুল হক বেলাল, সহ-সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রেজু, সহ-অর্থ সম্পাদক আবু তালেব, প্রচার সম্পাদক সহিদুল ইসলাম, সদস্য তারেক আহমদ, মিসবাহ আহমদ, মাওলানা শাহিনুর রশিদ শাহিন, নেছার আহমদ জামাল, শহীদুল ইসলাম, নীহার রঞ্জন দাশ, মো. আব্দুল হামিদ, ওমর ফারুক প্রমুখ।

আরসি-০৩