নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৭, ২০২১
০১:৩৩ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৭, ২০২১
০১:৩৩ পূর্বাহ্ন
যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় আতঙ্কে ভুগছে নগরবাসী। এ অবস্থায় করোনা আক্রান্ত প্রবাসীদের শরীরে যুক্তরাজ্যের নতুন ধরণ আছে কি না তা তদন্তে ঢাকা থেকে আইডিসিআর এর একটি বিশেষজ্ঞ দল।
আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে তারা সিলেটে আসেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ বলেন, ‘করোনা আক্রান্ত যুক্তরাজ্য ফেরত ২৮ প্রবাসীদের দেহে যুক্তরাজ্যের নতুন স্ট্রেইন আছে কি না তা তদন্ত করতে ঢাকা থেকে আইডিসিআর এর একটি দল সিলেটে এসেছেন। যদি তাদের শরীরে যুক্তরাজ্যের স্ট্রেইন থাকে তাহলে তা আমাদের জন্য আতঙ্কের বিষয়।’
উল্লেখ্য গত ২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে নামা সিলেটের ১৫৭ প্রবাসী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষ হয় গত রবিবার। তবে সরকারের নিয়ম অনুযায়ী যুক্তরাজ্য ফেরতদের ৪ দিনের কোয়ারেন্টিন পালন শেষে করোনা পরীক্ষা করতে হয়। এ নিয়মে গত রবিবার ১৫৭ প্রবাসীর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। সেখানে ২৮ জনের করোনা শনাক্ত হয়। তাদেরকে খাদিম ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
এনএইচ/বিএ-০৯