সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২১
০৩:৩২ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৬, ২০২১
০৩:৩৭ পূর্বাহ্ন
গত ২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ২৮ যাত্রীর করোনা পজিটিভ ধরা পড়েছে। গতকাল তাদের নমুনা পরীক্ষার ফলাফলে এমনটা জানা গেছে।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এর গণমাধ্যম কর্মকর্তা মো. আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন। তাদেরকে শাহপরান ৩১ শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
গত ২১ জানুয়ারি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আসা বিমান বাংলাদেশের ফ্লাইটে (বিজি-২০২) ১৫৭ জন যাত্রী সিলেটে আসেন। তাদেরকে নগরের সাত হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ৪দিন হোটেলে থাকার পর ২৪ জানুয়ারি তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।
এসআই/বিএ-১৪