জকিগঞ্জে ৩৭ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস

জকিগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ২৬, ২০২১
০১:২৫ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৬, ২০২১
০১:২৫ পূর্বাহ্ন



জকিগঞ্জে ৩৭ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস

সিলেটের জকিগঞ্জে ৩৭ লাখ ৭১ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বুলডোজার দিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন সাগরের উপস্থিতিতে ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এছাড়া ভারতীয় পাতার বিড়ি পুড়িয়ে ফেলা হয়।

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৯ হাজার ৯৩৯ পিস ইয়াবা, ১ হাজার ৫৮০ বোতল ফেনসিডিল ও ৯০০ গ্রাম গাঁজা। 

জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই মমিনুল ইসলাম পিপিএম জানান, মাদক সংক্রান্ত ২৫টি মামলায় জব্দকৃত মোট ৩৭ লাখ ৭১ হাজার ৭০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

 

ওএফ/আরআর-০৪