জিন্দাবাজার থেকে ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২৫, ২০২১
০৭:২১ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৫, ২০২১
০৭:২১ অপরাহ্ন



জিন্দাবাজার থেকে ইয়াবাসহ যুবক আটক

সিলেট নগরে অভিযান চালিয়ে ১ হাজার ৮৬০ পিস ইয়াবাসহ মো. জুয়েল আহম্মদ (৩১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব)। রবিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে নগরের জিন্দাবাজার এলাকা তেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে র‌্যাব-৯ এর সদর দপ্তর হতে এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয় মো. জুয়েল আহম্মদ সিলেটের শহরতলী শাহপরানের বহর এ বিআইডিসি এলাকার শুকুর আহম্মদের ছেলে।

এতে বলা হয়, নগরের জিন্দাবাজার এলাকায় মাদকদ্রব্যসহ এক যুবক অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ইয়াবাসহ জুয়েল আহম্মদকে আটক করে।

র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলেও ওউ বার্তায় জানানো হয়।

বিএ-০৮