নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৫, ২০২১
০৮:১৯ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৫, ২০২১
০৯:৪৯ পূর্বাহ্ন
কুয়াশার চাদরে মোড়া সিটি পয়েন্ট এলাকা। ছবি- রিপন আহমদ ফরিদী
ঘড়ির কাঁটা বহু আগেই ছুয়েছে রাত দেড়টার ঘর। সিলেট নগরের বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, সুরমা পয়েন্টে প্রতিদিনকার মতো জ্বলছিল সড়কবাতিগুলো। কিন্তু তবুও দেড়-দুই হাত দূরে যেন দৃষ্টি চলছিল না। মাথার উপরে সড়কবাতির আলোগুলো যেন উপরেই আটকে আছে। কুয়াশার এমনই ঘন চাদর।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট নগর ও শহরতলীর বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। ঘন কুয়াশা যেন গাড়ির গতি নিয়ন্ত্রণ করছে। ফলে হেড লাইটের আলো কুয়াশা ভেদ করে বেশিদূর যেতে পারছে না। চালকরা তাই গাড়ির গতি মন্থর করতে বাধ্য হচ্ছেন।
শহরতলীর খাদিম এলাকায় রাতে নিয়মিত যাতায়াত করেন সিলেটের একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাইক্রোবাস চালক হিরা মিয়া। তিনি সিলেট মিররকে বলেন, ‘গত কয়েকদিন ধরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা বাড়তে থাকে। বিশেষ করে শিবগঞ্জ পাড়ি দেওয়ার সময়ই কুয়াশা ঘন হয়ে যায়। আর টিলাগড় এলাকা থেকে তামাবিল সড়কে চার-পাঁচ ফুট দূরের কিছুও দেখা যায় না। এসময় খুব ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়।’ তিনি বলেন, ‘সে তুলনায় আজকে কুয়াশা অনেক বেশি ঘন। যেতে ভয়ই হচ্ছে।’
এদিকে সিলেট আবহাওয়া অফিস থেকে জানা গেছে, রবিবার সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও সিলেটের আকাশে ঘন কুয়াশা থাকতে পারে। তবে রাত তিনটার দিকে আবহাওয়া পর্যবেক্ষণকারী ওয়েদারডটকমের সূত্র মতে, সিলেটের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। তাদের পূর্বাভাসমতে, ভোর ৪টার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আরসি-১০/এএফ-০১