জৈন্তাপুর প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২১
০২:৩৭ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৪, ২০২১
০২:৩৭ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় আধুনিক সকল প্রকার সুযোগ-সুবিধা সম্পন্ন ফ্রেন্ডশিপ পাবলিক স্কুলের ফাউন্ডার কমিটি ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কমিটির সঙ্গে সিলেটস্থ উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের মতবিনিময় সভা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টায় ফ্রেন্ডশিপ পাবলিক স্কুলের সভাপতি ডা. মো. মুহিবুল হকের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সুরঞ্জিত দেব চৌধুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন লেলিন পোদ্দার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটস্থ উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের আহ্বায়ক মিছবা উদ্দিন চৌধুরী রুপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের সদস্য খন্দকার জামাল উদ্দিন আহমদ কুটি, সেলিম রাজা, শাহাদত হোসেন, নূরুল আমীন, ডা. জুনেদ আহমদ, ফ্রেন্ডশিপ পাবলিক স্কুলের সহ-সভাপতি মো. মামুনুর রশিদ ও মোহাম্মদ মনিরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপ পাবলিক স্কুলের দপ্তর সম্পাদক মো. ফয়জুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিংকু দে, কবির আহমদ, মো. শামছুদ্দিনসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহ-শিক্ষক ও শিক্ষিকাগণ।
প্রধান অতিথির বক্তব্যে উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের আহ্বায়ক মিছবা উদ্দিন চৌধুরী রুপন বলেন, 'আপনাদের এসএসসি ১৯৯৬ ব্যাচের প্রতিষ্ঠিত ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের এমন ব্যতিক্রম কার্যক্রম সরেজমিনে দেখে আমরা অত্যন্ত আনন্দিত। সেই সঙ্গে মাত্র ১ বছরের মধ্যে ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন নিজস্ব ভূমিতে ভবন নির্মাণ করে বিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছে যা সিলেটে ব্যতিক্রম। বিদ্যালয় পরিদর্শন করে আমরা দেখলাম বিদ্যালয়ে আধুনিক প্রযুক্তি ও সুযোগ-সুবিধা চালু এবং অ্যাপ প্রযুক্তির মাধ্যমে শিক্ষাকার্যক্রম পরিচালনা ও শহরের যান্ত্রিক এলাকার সকল সুবিধাসম্পন্ন প্ল্যান নিয়ে পাবলিক স্কুল প্রতিষ্ঠা করেছেন। সেজন্য অত্র অঞ্চলের মানুষের শহর অঞ্চলের খরচ বাঁচিয়ে দিচ্ছেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে। আমাদের ক্লাবের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানকে সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা করা হবে।'
আরকে/আরআর-১১