কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২১
০২:২৬ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৪, ২০২১
০২:২৬ পূর্বাহ্ন
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেছেন, সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ঐতিহাসিক ও বিরল নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একসময়ের অচেনা বাংলাদেশকে সারাবিশ্বের বুকে পরিচিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ পরিচালনায় ১৭ কোটি মানুষের আস্থা অর্জন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক অসম্ভবকে সম্ভব করে যাচ্ছেন।
আজ শনিবার (২৩ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সিলেটের কোম্পানীগঞ্জের ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১৫৭টি ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান অনুষ্ঠানটির প্রথম কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী সকাল সাড়ে ১০টায় ঘর ও জমির দলিল প্রদান অনুষ্ঠান ভার্চুয়ালি উদ্বোধন করেন।
কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) এরশাদ মিয়ার সঞ্চলনায় ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। কোম্পানীগঞ্জের ১৫৭ জন গৃহহীনের মধ্যে ঘর ও জমির দলিল আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও ১ নম্বর ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন রেনু, ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, ফরিদ উদ্দিন, কুটি মিয়া, রুকন উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুজ্জান রাসেল, কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল, ওসি (তদন্ত) মুজিবুর রহমান চৌধুরী, পিআইও অফিসার বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আরাফাত আলী, শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, ভাটরাই উচ্চবিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম ঠান্ডা মিয়া, কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সংকর চন্দ্র দাশ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, ডিজিএম (পল্লী বিদ্যুৎ) সিরাজুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংবাদিক আকবর রেদোয়ান মনা, আলী হোসেন, সোহরাব আহমদ, কবির আহমদ, ফটো সাংবাদিক আনোয়ার সুমন, ফখর উদ্দিনসহ শিক্ষক, ছাত্র ও বিভিন্ন পেশার নারী-পুরুষ।
এমকে/আরআর-১০