বিয়ানীবাজারে আবাসিক এলাকায় আশ্রয়ণ, প্রতিবাদে মানববন্ধন

বিয়ানীবাজার প্রতিনিধি


জানুয়ারি ২৩, ২০২১
১২:২৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৩, ২০২১
১২:২৭ পূর্বাহ্ন



বিয়ানীবাজারে আবাসিক এলাকায় আশ্রয়ণ, প্রতিবাদে মানববন্ধন

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের খাসা পন্ডিতপাড়া এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় বসতঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও সভা করেছেন স্থানীয় এলাকাবাসী।

আজ শুক্রবার (২২ জানুয়ারি) বেলা ২টায় স্থানীয় আশ্রয়ণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমিতে এ কর্মসূচি পালিত হয়। এ সময় জনবহুল ও গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় এ ধরণের প্রকল্প বাস্তবায়ন না করার দাবি জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত এলাকাবাসী এ প্রকল্পের অধীনে প্রস্তাবিত গৃহহীনদের ঘর নির্মাণের জন্য অন্যত্র জমি অধিগ্রহণ করতে সিলেটের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. আলম হোসেন, গিয়াস উদ্দিন, তাজ উদ্দিন, হোসেন আহমদ, নাজিম উদ্দিন, আজিম উদ্দিন, আব্দুস শহিদ, আব্দুল খালিক, আজহার হোসেন রিফাত প্রমুখ।

প্রসঙ্গত, বিয়ানীবাজার উপজেলার পৌরশহরাধীন ৩ নম্বর ওয়ার্ডের খাসা পন্ডিতপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য সম্প্রতি জমি অধিগ্রহণ করা হয়। এতে একাধিক ব্যক্তির মালিকানাধীন ভূমি অধিগ্রহণ করার অভিযোগে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

 

এসএ/আরআর-০২