বিয়ানীবাজার প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২১
১০:২৫ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২২, ২০২১
১০:২৭ অপরাহ্ন
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন, ঘরহীন মানুষদের মাথা গোঁজার ঠাঁই করে দিতে দেশজুড়ে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এই প্রকল্পের অংশ হিসেবে বিয়ানীবাজার উপজেলায় নির্মাণ করা হবে ১০৪টি ঘর।
শনিবার (২৩ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিয়ানীবাজারের নির্মিত ৫০ ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান এই প্রকল্পের আওতায় বিয়ানীবাজারে সর্বমোট ১০৪টি পরিবার পাবে মাথা গোঁজার ঠাঁই।
পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর উপহারের নিজস্ব ঠিকানা স্বপ্নের নীড় পাবেন উপকারভোগীরা। নির্মানাধীন ৫০টি ঘরের মধ্যে ইতোমধ্যে ৩০টি ঘর বুঝে পেয়েছেন তারা।
শনিবার আনুষ্ঠানিকভাবে নতুন ঘরের চাবি পাবেন উপকারভোগীরা। আশ্রয়ন প্রকল্পের দুই কক্ষবিশিষ্ট আঁধাপাকা দুই কক্ষবিশিষ্ট প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।
রান্নাঘর, সংযুক্ত বাথরুম, বিদ্যুৎ সংযোগ ও নিরাপদ পানিসহ অন্যান্য সুবিধাও থাকছে এসব বাড়িতে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী মাহবুব জানান, বিয়ানীবাজারে প্রথম ধাপে ৩০টি ঘর প্রস্তুত হলেও এখনো ২০টি ঘর নির্মানাধীন রয়েছে। নির্মাণ কাজ শেষ হলেই অবশিষ্ট ঘরগুলো উপকারভোগিদের কাছে হস্তান্তর করা হবে।
এস এ/বি এন-০৩