কেমুসাসের ১০৭৪তম সাহিত্য আসর

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২২, ২০২১
০৮:২৮ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২২, ২০২১
০৮:২৮ পূর্বাহ্ন



কেমুসাসের ১০৭৪তম সাহিত্য আসর

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাপ্তাহিক সাহিত্য আসর আবারও শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাতে সংসদের সাহিত্যআসর কক্ষে ১০৭৪তম সাপ্তাহিক আসর অনুষ্ঠিত হয়।

সাপ্তাহিক আসরে সভাপতিত্ব করেন কেমুসাসের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি।

আলোচনায় অংশ নেন বিশিষ্ট কলামিস্ট ইনাম চৌধুরী, কবি মোহাম্মদ ফয়জুল হক, কবি চন্দ্রশেখর দেব, কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ছড়াকার মিনহাজ ফয়সল, গল্পকার জীম হামযাহ ও বাশিরুল আমিন। পঠিত লেখার ওপর আলোচনা করেন কবি কামরুজ্জামান হেলাল। আসরে লেখাপাঠ করেন কামাল আহমদ, জাকওয়ান সালেহ, সাদিক হোসেন এপলু, মো. সুমন খান, দেলওয়ার হুসেন দিলশান, ডা. শামসুননুর মানব, জুবায়ের নাবিল, কুবাদ বখত চৌধুরী রুবেল, শাহিনা জালালী পিয়ারা, এ কে রায়হান, মুছলেহ আহমদ জালালী, জুনেদ আহমদ, মো. লিলু মিয়া, শমশের আলম, রায়হান কবির, মো. জিয়াউর রহমান, ইমরান ইমন।

সাহিত্যকর্মী আব্দুল কাদির জীবনের উপস্থাপনায় আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এ কে রাইহান।

এ সময় বক্তারা বলেন, ‘করোনা মহামারি আমাদের জীবন ব্যবস্থায় দুর্যোগের ঘনঘটা নিয়ে এলেও মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটাতে পারেনি। আমরা আমাদের চিরায়ত সুখ-দুঃখের অংশীদার হয়ে একে অপরের পাশে আছি এবং থাকবো।’ বক্তারা বলেন, ‘দুর্যোগে সহনশীল এবং মানবিক থাকা একান্ত জরুরী। কেউ বিপদগ্রস্থ হলে তার পাশে দাঁড়ানো অবশ্যই উচিত। লেখক-কবি সাহিত্যমোদীরা আজীবন সে সাধনায় ব্রত থাকেন।’.

আরসি-০৬