সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২২, ২০২১
০৭:৫৬ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২২, ২০২১
০৭:৫৬ পূর্বাহ্ন
মহান ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উদযাপন উপলক্ষে বিএনপির সিলেট বিভাগীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের একটি হোটেলে প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘শীঘ্রই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কেন্দ্রীয় উদযাপন কমিটির নির্দেশনা এবং পরামর্শে সিলেট বিভাগের জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ে উদযাপন কমিটি গঠন করা হবে।’
সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সিলেট বিভাগের আহ্বায়ক ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে সিলেটে বিএনপি নেতৃবৃন্দ আজ ঐক্যবদ্ধ। সুবর্ণজয়ন্তী উদযাপন সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্যসচিব ডা. সাখাওয়াত হাসান জীবনের পরিচালনায় সভায় বক্তব্য দেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. মো. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম সাজু, যুবদলের সহ-সভাপতি মো. আনসার উদ্দিন, ছাত্রদলের যগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শরীফ, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল কাদের হালিমী, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শোরমান আলী, কৃষক দল নেতা মাহবুবুর রহমান আউয়াল, মৎসজীবী দলের নেতা জাকির হোসেন, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জাসাস সিলেটের সভাপতি জাসিম উদ্দিন প্রমুখ।
আরসি-০৩