সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২২, ২০২১
০৭:৪৮ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২২, ২০২১
০৭:৫০ পূর্বাহ্ন
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় সমিতির ২ নম্বর হলে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ টি এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক-১ মো. হুমায়ুন রশীদ সোয়েব এবং যুগ্ম সম্পাদক-২ মাসুদুর রহমান খান মুন্না যৌথ পরিচালনায় সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক সেলিম।
বার্ষিক অডিট প্রতিবেদন উপস্থাপন করেন অডিট কমিটির আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরী। অডিট কমিটির দুই সদস্য কয়ছর আহমদ ও দেবতোষ দেব এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার মো. এমদাদুল হক গত ১৪ জানুয়ারি অনুষ্ঠিত সমিতির বার্ষিক নির্বাচনের উপর লিখিত প্রতিবেদন সভায় পাঠ করেন। প্রধান নির্বাচন কমিশনার সভায় উপস্থিত নবনির্বাচিতদের পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুব আহমদ চৌধুরী এবং পবিত্র গীতা পাঠ করেন ড. দিলীপ কুমার দাশ চৌধুরী। এ সময় বিদায়ী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
আরসি-০২