গোলাপগঞ্জে নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়

গোলাপগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ২২, ২০২১
০৩:০২ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২২, ২০২১
০৩:০২ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়

সিলেটের গোলাপগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে নির্বাচন অফিস। আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাইদুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) আবুল কাশেম প্রমুখ। সভায় নির্বাচনের আচরণবিধি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান অতিথি বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালাতে হবে। কোনো ব্যত্যয় হলে বা কেউ সংক্ষুব্ধ হলে সঙ্গে সঙ্গে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানালে তিনি ব্যবস্থা নেবেন।

তিনি সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার অনুরোধ জানান। মতবিনিময় সভায় পৌর নির্বাচনের ৪ মেয়র প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

 

এফএম/আরআর-১০