জকিগঞ্জে কৃষকলীগের দোয়া মাহফিল

জকিগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ২২, ২০২১
০২:১০ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২২, ২০২১
০২:১০ পূর্বাহ্ন



জকিগঞ্জে কৃষকলীগের দোয়া মাহফিল

বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতির দ্রুত রোগমুক্তি কামনায় জকিগঞ্জ কৃষকলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে জকিগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান ও মো. আব্দুল করিম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট বেলাল উদ্দিন, আব্দুস সত্তার, ডা. হোসেন রাজা, আফতাব উদ্দিন, ফরিদ উদ্দিন, ফরন মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

 

ওএফ/আরআর-০৬