সড়ক সংস্কারে অনিয়ম : এক রাতেই উঠে গেল কার্পেটিং

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২২, ২০২১
০১:০৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২২, ২০২১
০১:০৯ পূর্বাহ্ন



সড়ক সংস্কারে অনিয়ম : এক রাতেই উঠে গেল কার্পেটিং

নগরের ব্যস্ততম মহাজনপট্টি এলাকায় রাস্তায় সংস্কার কাজ করার এক রাতের মধ্যেই কার্পেটিং ওঠা শুরু হয়েছে। রাস্তায় নিম্নমানের কাজ নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। যদিও এই সড়কে আবারও কার্পেটিং করা হবে বলে জানানো হয়েছে সিলেট সিটি করপোরেশন থেকে। 

সিসিক সূত্র জানায়, দুই বছর আগে বিশ্ব ব্যাংকের একটি প্রকল্পের অংশ হিসেবে মহাজনপট্টির রাস্তাটি সংস্কারের টেন্ডার হয়। তবে বিভিন্ন অজুহাতে ঠিকাদারি প্রতিষ্ঠান সময়ক্ষেপণ করে। গত সোমবার রাতে মহাজনপট্টি সড়কে কার্পেটিং করা হয়। সকালে এলাকার ব্যবসায়ীরা দোকান খোলার পর রাস্তা ঝাড় দিতে গিয়েই কার্পেটিং উঠে যেতে দেখেন। ব্যবসায়ী ও এলাকার অধিবাসীরা জানিয়েছেন, নিম্নমানের বিটুমিন ও ব্যবহার অনুপযোগী পাথর ব্যবহারের ফলে এক রাতেই কার্পেটিং উঠা শুরু হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গত মঙ্গলবার রাস্তাটি পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত আবারও কার্পেটিং করার নির্দেশ দেন। মঙ্গলবার রাতে ফের কার্পেটিং করার কথা থাকলেও তা হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। 

গতকাল বুধবার বিকেলে সরেজমিনে মহাজনপট্টি এলাকায় গিয়ে দেখা যায়, লালদিঘিরপাড় এলাকা থেকে মহাজনপট্টি পর্যন্ত সদ্য কার্পেটিং করা রাস্তার কার্পেট উঠে যাচ্ছে। রাস্তার বেশিরভাগ অংশে কার্পেট খসে পাথরগুলো রাস্তা থেকে উঠে যাচ্ছে। হাত লাগলেই উঠছে কার্পেটিং।

মহাজনপট্টি এলাকার রনি স্টোরের স্বত্বাধিকারী আব্দুল হাদি তেহাম সিলেট মিররকে বলেন, ‘সোমবার রাতে রাস্তার কাজ হয়েছে। কিন্তু পরদিন সকালে আমরা দোকান খোলার পর, দোকানের সামনের জায়গা ঝাড় দিতে গিয়ে দেখি কার্পেটিং উঠে যাচ্ছে। খুবই নিম্নমানের কাজ করা হয়েছে।’

মহাজনপট্টি এলাকার শাহেদ বলেন, ‘এক রাতেই রাস্তার কার্পেটিং উঠে গেছে। কত নিম্নমানের জিনিস ব্যবহার করলে এমন হতে পারে চিন্তা করুন। বৃষ্টি হলে তো পুরো কার্পেটিং উঠে যাবে।’

এ বিষয়ে জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী শামসুল হক সিলেট মিররকে বলেন, ‘শীতের রাতে কাজ করায় গালা ঠান্ডা হয়ে গিয়েছিল। হয়ত সে কারণেই কার্পেটিং উঠে গেছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ হয়েছে, ফের তাদের কার্পেটিং করতে বলা হয়েছে।’

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘বিশ্বব্যাংকের প্রজেক্টের এই কাজটি অনেক আগে টেন্ডার হয়েছিল। কিন্তু ঠিকাদার সময়ক্ষেপণ করেছেন। আমরা তাদেরকে পুনরায় রাস্তাটি সংস্কার করতে চিঠি দিয়েছি।’ বিশ্বব্যাংকের প্রকল্পের কারণে সড়কটি ঠিকমতো সংস্কার না হলে বিল নেওয়ারও সুযোগ নেই বলে জানান তিনি। 

 

এএফ/০৭