ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২১
১০:২৯ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২১, ২০২১
১০:৩১ অপরাহ্ন
মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্থায়ী আবাসন নির্মাণ করা হয়েছে।
উপজেলায় ১৩০ টি পরিবার পাকাঘর পাওয়ার অপেক্ষায় রয়েছে। প্রাধানমন্ত্রীর আশ্রায়ন -২ প্রকল্পের আওতায় ১৩০ টি পরিবারের জন্য সরকারি খাস জমিতে এসব ঘর নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
‘আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার' মুজিববর্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলায় গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন হিসেবে প্রদত্ত খাস জমিতে ঘর নির্মাণের কাজ শেষ করেছে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন।
সরেজমিনে ঘরে দেখা যায় সবুজ রংয়ের টিনের চাল আর সাদা রংয়ের দেয়ালে সাজানো বাড়িগুলো প্রস্তুত হয়ে আছে।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে গিয়ে দেখা যায় ঘর প্রত্যাশি মানুষগুলো দাড়িয়ে আছে। লটারির মাধ্যামে ৩৫ টি পরিবার ঘর পেয়েছে । লটারি কালে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমদ, ৩ নং ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইছ চৌধুরী, ইউপি সদস্য কয়ছর আহমদ,বরহান উদ্দিন সিন্ধু শফিক মিয়া সহ আরো অনেকে।
আগামি শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্টানিক ভাবে উদ্বোধন করবেন।
লটারিতে ঘর পেয়েছেন তারা মহাখুশি । তার মধ্যে একজন চান মিয়া । থাকতেন একটি ভাড়া বাড়িতে। আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে ঘর পেয়ে আজ ঘর পেয়ে তিনি খুশি। তিনি এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান।
আফসার উদ্দিন মায়না ঘিলাছড়া ইউনিয়নের বাদে দেউলি গ্রামের বাসিন্দা । অনেক কষ্টে রোদ বৃষ্টিতে তাদের দিন কাটতো আজ ঘর পেয়ে তিনি ও খুশি।
এজন্য তিনি প্রধানমন্ত্রী সহ ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী কে ধন্যবাদ জানান।
আগামি শনিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর গুলোর আনুষ্টানিক উদ্ধোধন করবেন।
সেদিন ই তাদের ঘরের দলিল বুঝিয়ে দেয়া হবে বলে জানান ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমদ। বাকী পরিবারগুলোকে ও পর্যায়ক্রমে ঘর নির্মাণ করে দেয়া হবে।
এস এ/বি এন-০৩