সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২১, ২০২১
০৬:৫১ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২১, ২০২১
০৬:৫২ পূর্বাহ্ন



সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সিলেট নগর শাখা আজ বৃহস্পতিবা সকাল সাড়ে ১১ টায় সিলেট শহীদ মিনার থেকে মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস ও সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৮৪ সালের ২১ জানুয়ারি সামরিক স্বৈরাচারবিরোধী ছাত্র গণআন্দোলনের সময়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আত্মপ্রকাশ করে। সংগঠনটির প্রতিষ্ঠালগ্নে ঘোষণা দিয়েছিল শোষণ মুক্ত সমাজতান্ত্রিক সমাজ গড়ার লক্ষ্যে সর্বজনীন, বৈষম্যহীন, সেক্যুলার, বিজ্ঞানভিত্তিক, একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষার দাবিতে বাংলাদেশে ছাত্র আন্দোলন পরিচালনা করবে। এই দাবি এদেশের আপাময় জনসাধারণের জীবনের গভীরতর আকাঙ্খার প্রতিফলন। ঐতিহাসিক ছাত্র গণ আন্দোলনের নির্যাস আমাদের এই স্লোগান।

আরসি-০৪