নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২১, ২০২১
০৫:৪৯ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২১, ২০২১
০৬:০২ পূর্বাহ্ন
সিলেটের বিমানবন্দর থানাধীন ধোপাগুল এলাকায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় শিশুটি ধর্ষণের শিকার হয় বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় অভিযুক্ত সেলিম মিয়াকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানবন্দর থানার ধোপাগুল এলাকার হারিছ মিয়ার টিলার উপরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করে সেলিম মিয়া। সেলিম মিয়া ধোপাগুল এলাকার মতছির আলীর ছেলে। খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের। তিনি বলেন, ‘ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আর ভিকটিম বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
এনএইচ/বিএ-১২