সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২১, ২০২১
০৫:১২ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২১, ২০২১
০৫:১২ পূর্বাহ্ন
অকাল প্রয়াত সিলেটের গণমাধ্যম ও নাট্যাঙ্গণের প্রিয়মুখ রাজীব দেব মান্নার নামে প্রবর্তিত ‘ইমজা-রাজীব দেব মান্না ফেলোশিপ ২০২১’ প্রদান করা হয়েছে। ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েসন (ইমজা) সিলেটের ব্যবস্থাপনায় ও ইমজার প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ আ স ম মাসুমের সহায়তায় এই ফেলোশিপ প্রদান করা হয়। প্রথমবার প্রদত্ত ফেলোশিপ গ্রহণ করেছেন বাংলা টিভি সিলেটের ক্যামেরাপারসন এস আলম আলমগীর।
ফেলোশিপ প্রদানের জন্য বেছে নেওয়া হয় ইমজার জীবন সদস্য রাজীব দেব মান্নার মৃত্যুবার্ষিকীর দিনটিকে।
বুধবার (২০ জানুয়ারি) রাজীব দেব মান্নাকে স্মরণ ও ফেলোশিপ প্রদান উপলক্ষে ইমজা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমজার ভারপ্রাপ্ত সভাপতি আনিস রহমান।
সাধারণ সম্পাদক সজল ছত্রীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু ও ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু। রাজীব দেব মান্নার স্মৃতিচারণ ও তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন ইমজার সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক প্রত্যুষ তালুকদার ও ইক্বরা বাংলা টিভির ইনচার্জ কমলজিৎ শাওন।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ বলেন, ‘অকাল প্রয়াত রাজীব দেব মান্না নিজেকে একটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। কাজ শেখা এবং শেখানোর ক্ষেত্রে তার মধ্যে অসাধারণ প্রতিভা ছিল। মৃত্যু যা কেড়ে নিয়েছে। কিন্তু তার সহকর্মীরা তাকে এখনও মনে রেখেছে, এটিই প্রমাণ করে সহকর্মী হিসেবে কতটা অনুকরণীয় ছিলেন রাজীব দেব মান্না।’
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু বলেন, ‘কাজের মধ্যে স্বচ্ছতা যেমন প্রয়োজন তেমন প্রয়োজন নিখুঁত কাজ। এই দুটির ক্ষেত্রেই রাজীব দেব মান্নার ছিল অনন্য দক্ষতা। অল্প দিনের জীবন পেলেও তার মধ্যে ছিল অসামান্য দ্যুতি। প্রত্যাশা করি, তার নামে প্রবর্তিত ফেলোশিপ নিয়মিত প্রদান করা হবে। এর মাধ্যমে ক্যামেরাপারসনসহ গণমাধ্যমের টেকনিক্যাল হ্যান্ড হিসেবে কর্মরত সকল কর্মী উৎসাহিত হবে।’
ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু বলেন, ‘গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও কাজের গতিকে আরও ত্বরান্বিত করতে সহায়ক হবে এই ফেলোশিপ।’ নির্দিষ্ট নীতিমালার আলোকে তিনি প্রতিবছর এই ফেলোশিপ প্রদান অব্যাহত রাখার প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সহসভাপতি এস সুটন সিংহ, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েসনের সভাপতি দিগেন সিংহ, সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, চ্যানেল টুয়েন্টিফোরের গোলজার আহমদ, নিউজ টুয়েন্টিফোরের সৈয়দ রাসেল, বাংলা টিভির কাইয়ুম উল্লাস, ইক্বরা টিভির আবু তাহের নাজিম, যমুনা টিভির নিরানন্দ পাল, এটিএন নিউজের অনিল পাল, নিউজটুয়েন্টিফোরের শফি আহমদ, যমুনা টিভির শাকিল আহমদ সোহাগ, ডিবিসি নিউজের হাসান শিকদার সেলিম প্রমুখ।
উল্লেখ্য, এবার প্রথমবারের মতো ইমজা-রাজীব দেব মান্না ফেলোশিপে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়। প্রতিবছর ২০ জানুয়ারি এই ফেলোশিপ প্রদান করা হবে।
বিএ-১০