জকিগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২১
০২:৩০ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২১, ২০২১
০৪:১৪ পূর্বাহ্ন
এসআই রাজা মিয়া
সিলেটের জকিগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের খাস কামরায় ঢুকে বিচারককে ঘুষ দিতে গিয়ে ক্লোজড হয়েছেন সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের এসআই রাজা মিয়া। এর আগে এ ঘটনায় আটক হয়ে থানার উর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে কয়েকঘণ্টা পর মুক্তি পান তিনি।
আদালতে উপস্থিত থাকা আইনজীবীরা জানিয়েছেন, জকিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে ৫৮/২০২০ নম্বর সিআর মামলা তদন্ত করে একজন আসামিকে বাদ দিয়ে তিন আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন জকিগঞ্জ থানার এসআই রাজা মিয়া। কেন একজনকে ছাড়া হয়েছে জানতে চেয়ে আদালত মামলার বাদী ও তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন। ধার্য তারিখের দিন গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) অনুমতি ছাড়া এসআই রাজা মিয়া বিচারক আনোয়ার হোসেন সাগরের খাস কামরায় ঢুকে তাকে উৎকোচ প্রদানের চেষ্টা করেন। এতে বিব্রত হন ওই বিচারক। তিনি এসআই রাজা মিয়াকে কৌশলে এজলাসে নিয়ে যান। সেখানে আইনজীবী ও উপস্থিত লোকজনের সম্মুখে এসআই রাজা মিয়াকে গ্রেপ্তারপূর্বক জেলহাজতে প্রেরণের নির্দেশ দিলে আদালতের সিএসআই ও রাজা মিয়া কান্নাকাটি করে করজোড়ে ক্ষমা চান। তবে ক্ষমা না করে আদালতে রাত ৮টা পর্যন্ত তাকে আটক রাখা হয়।
এ খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুদীপ্ত রায় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বিচারকের খাস কামরায় গিয়ে বিভাগীয় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার শর্তে মঙ্গলবার রাতে রাজা মিয়াকে মুক্ত করেন। এ অভিযোগে আজ বুধবার (২০ জানুয়ারি) এসআই রাজা মিয়াকে সিলেট পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, থানার একজন এসআইকে কর্তৃপক্ষের নির্দেশনায় ক্লোজড করা হয়েছে।
ক্লোজ করার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানিয়েছেন, এসআই রাজা মিয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ওএফ/আরআর-০৯