ওসমানীনগর প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২১
০১:৩৮ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২১, ২০২১
০১:৩৮ পূর্বাহ্ন
ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়ে সিলেটের ওসমানীনগরের আব্দুল হান্নান (৫২) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। আব্দুল হান্নান উপজেলার উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
এ তথ্য নিশ্চিত করে আব্দুল হান্নানের শ্যালক সুপার চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে প্রায় ১০ দিন পূর্বে লন্ডনের রয়েল হাসপাতালে ভর্তি হন আব্দুল হান্নান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২০ জানুয়ারি) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
আব্দুল হান্নান এক ছেলে ও এক মেয়ের জনক। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে ব্রিটেনে বসবাস করছিলেন।
ইউডি/আরআর-০৩