আ. লীগ নেতা জাকির হোসেনের সুস্থতা কামনায় দোয়া

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২১, ২০২১
০১:০৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২১, ২০২১
০১:০৭ পূর্বাহ্ন



আ. লীগ নেতা জাকির হোসেনের সুস্থতা কামনায় দোয়া

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (২০ জানুয়ারি) বাদ মাগরিব নগরের দরগায়ে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এর সুস্থতা কামনাসহ দেশে বিদেশে করোনাক্রান্ত সকলের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজত করেন মাওলানা কবির আহমদ।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ লায়েক আহমদ চৌধুরী, মহানগর আওয়ামীলীগ নেতা আব্দুল করিম চৌধুরী (ঝুনু), ১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জুনেদ আহমদ শওকত, সাধারন সম্পাদক মুফতি আব্দুল খাবির, এ এস সাদাত, মুফতি মো. আবেদ, সুহেল আহমদ, সাহেদুর রহমান, আফিক আহমদ, নজরুল ইসলাম, মকবুল হোসেন, আবদুল সালাম, ফয়েজ আহমদ প্রমুখ।

বিএ-০৫