খাদিমে নাঈম হত্যা, আটক ১

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২১, ২০২১
১২:৩৮ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২১, ২০২১
১২:৩৮ পূর্বাহ্ন



খাদিমে নাঈম হত্যা, আটক ১

সিলেটের শহরতলী খাদিম এলাকায় নাঈম হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে সবুজ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের।

তিনি বলেন, ‘নাঈম হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা চলেছে।’ আর এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বিএডিসি কৃষি গবেষণা খামারের ভিতরে সুইস সংলগ্ন হাটার রাস্তার পাশ থেকে নিহত নাঈম আহমদের লাশ উদ্ধার করে পুলিশ। নাঈম শাহপরাণ থানাধীন পাঁচঘড়ি এলাকার নিজামুদ্দিনের ছেলে। সে পেশায় থাই মিস্ত্রি। তার শরীরে ৮টি ছোট-বড় ছুরিকাঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছিল পুলিশ।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছিল, জন্মদিনের দাওয়াত দিয়ে দুই বন্ধু নাঈমকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিল। মঙ্গলবার বেলা দেড়টা-দুইটার দিকে নিহত নাঈমের বন্ধু সবুজ এবং রাব্বি জন্মদিনের দাওয়াত খাওয়ার জন্য ফোন করে। একাধিকবার ফোন পাওয়ার পর নিহত নাঈম দ্রুত ঘর হতে বের হওয়ার জন্য তার বোনকে তাড়াতাড়ি ভাত দেওয়ার জন্য বলে। এক পর্যায়ে সে ভাত না খেয়েই বের হয়ে যায়। 

এনএইচ/বিএ-০৪