পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২০, ২০২১
০৭:৪৫ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২০, ২০২১
০৭:৪৫ পূর্বাহ্ন



পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

সিলেট মহানগর পুলিশের পৃথক অভিযানে নগরের বিভিন্ন জায়গা থেকে গাঁজা, ইয়াবাসহ দুইজনকে এবং ও চারজন ডতর শিলং এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে বিভিন্ন সময়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হুমায়ুন রশিদ চত্বর থেকে রেল স্টেশনগামী লিংক রোডস্থ সোহাগ স্টোরে অভিযান চালায় পুলিশ।

এ সময় দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা এলাকার মৃত ওয়াতির আলীর ছেলে শামীম মিয়াকে (৪০) আটক করা হয়। আটক শামিমের শরীর ও মুদি দোকান (সোহাগ স্টোর) তল্লাশি করে ১২০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে আসামির বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।

এদিকে, সোমবার রাত সাড়ে এগারোটার দিকে লাউয়াই বঙ্গবীর রোডে অভিযান চালিয়ে দক্ষিন সুরমা থানাধীন পিরোজপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে সালাম হোসেন ওরফে শাহ আলমকে (৩২) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে দক্ষিণ সুরমার লাউয়াই উম্মরকবুল মিলন মিয়ার মার্কেটের জুবায়েরের দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় দক্ষিণ সুরমা থানাধীন দক্ষিণ ভার্থখলা এলাকার মতিন মিয়ার ছেলে সুয়েদ আহমদ (২৪), খোজারখলা এলাকার কালা মিয়ার ছেলে জোবায়ের আহমদ (২১), লাউয়াই উম্মরকবুল এলাকার মৃত শাহেদ মিয়ার ছেলে জামাল মিয়া (২২) এবং একই এলাকার আপন মিয়ার ছেলে মো. শাকিল মিয়াকে (১৯) ডতর শিলং খেলারত অবস্থায় আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে ডতর শিলং খেলায় ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও তির খেলার নাম্বার লেখা কাগজ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া আইনের ধারায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরসি-০৬