সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২০, ২০২১
০৭:৪০ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২০, ২০২১
০৭:৪০ পূর্বাহ্ন
নগরে আন্তঃজেলা পাথর ও কয়লাবাহী ট্রাক চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিয়ময় সভা অনুষ্ঠিত হয়েছে। আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে গত সোমবার রাত ৮টায় আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা রাত ১১টা পর্যন্ত নগরে ট্রাক চলাচল বন্ধ রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, ‘সিলেট শহর ছাড়া অন্য কোনো শহরে এভাবে বেপরোয়া ট্রাক চালোনায় প্রাণহানির খবর পাওয়া যায় না। দীর্ঘদিন ধরে নগরবাসী নগরের অভ্যন্তর দিয়ে ট্রাক চলাচল বন্ধের দাবি জানিয়ে আন্দোলন করছেন। কিন্তু কর্তৃপক্ষ তাতে গুরুত্ব না দেওয়ায় প্রায়ই ট্রাকচাপায় মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। তাই রাস্তায় নিরাপদ চলাচলের জন্য বাইপাস রাস্তা তৈরিসহ বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। কারন সাধারণ মানুষের জানমাল নিরাপদ থাকলে নগর সুন্দর থাকবে।’
আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি কুতুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলজার আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদের যৌথ পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন, সহসভাপতি আব্দুল আজিজ। কার্যনিবাহী সদস্য সামছু মিয়ার কোরআন তেলাওয়াত-এর মধ্য দিয়ে শুরু হওয়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিসিকের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমেদ, সুশাসনের জন্যে নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক, নিসচা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল হাদী পাবেল, খাসদবির বিমানবন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন আহমেদ মাসুক।
আরও উপস্থিত ছিলেন, আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি হাজী আলী আকবর, সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ ইয়াহিয়া আহমদ, প্রচার সম্পাদক নান্টু চন্দ্র চন্দ, ক্রীড়া সম্পাদক রাহেল সোহেল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য আব্দুল লতিফ, সিদ্দিকুর রহমান, শাহান আহমদ চৌধুরী, মাসুম আহমদ চৌধুরী, মাসুদ আহমদ চৌধুরী, আব্দুর রহমান, ইসমাইল হোসেন কয়েস, রেদওয়ান আহমদ, মোহাম্মদ আলাউদ্দিন, রুবেল আহমদ।
এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আব্দুস সাদেক লিপন, আব্দুর রশিদ, হাবিবুর রহমান জুয়েল, টিপু আহমদ, মোসারত, শাহ সুন্দর আলী, সাহান আহমদ, আলাউদ্দিন, নজির হোসেন লাহিন, দেলোয়ার হুসেন উজ্জ্বল, আনোয়ার হোসেন, এ কে কামাল হোসেন, মো হাসান তালুকদার সোহেল, রাহেল আহমদ, শেখ আব্দুল লতিফ, আব্দুল মন্নান কনা প্রমুখ।
সভাপতির বক্তব্যে কুতুবুর রহমান চৌধুরী বলেন, ‘আমরা আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটি সবসময় সাধারণ মানুষের পাশে আছি এবং থাকব। নিরাপদ সড়কের জন্যে নগরের আম্বরখানাসহ সব জায়গার সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করতে হবে।’
আরসি-০৫