সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২০, ২০২১
০৭:৩৫ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২০, ২০২১
০৭:৩৫ পূর্বাহ্ন
সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি বলেছেন, ‘দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে প্রাণিসম্পদ অধিদপ্তর ও ডেইরি প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাদেরকে উৎসাহিত করলে অচিরে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।’
সিলেট বিভাগের দুগ্ধ খামারিদের সংগঠন ‘সিলেট ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন’ এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি পরিবেশ ও ভোক্তা অধিদপ্তরকে উদ্যোক্তাদের আতংকের কারণ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সবার সম্মিলিত উদ্যোগে পরিবেশবান্ধব খামার ও ভেজালমুক্ত খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে।’
মঙ্গলবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘পরিবেশবান্ধব ডেইরি খামার গঠনে করণীয়’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রাণিসম্পদ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
সিলেট ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ খামার পরিচালনার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। সরকারি দপ্তরের সম্মিলিত উদ্যোগ নিয়ে এগিয়ে এলে দেশকে অচিরেই প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণ করে দেশের বাইরে রপ্তানির পর্যায়ে চলে আসবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
মতবিনিময় সভায় প্রাণিসম্পদ অধিদপ্তর, সিলেট বিভাগীয় পরিচালক ডা. আমিনুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক এমরান হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ডা. ফখরুল ইসলাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাগণ, সিলেট ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মাআয রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন সুহেল, সহ সভাপতি আমজাদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল জামান, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, কার্যনির্বাহী সদস্য এজাজ আহমদ, ফখরুল ইসলাম, আব্দুল জলিল, মেহরুজ রহমানসহ ডেইরি অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরসি-০৪