নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২১
০৭:১৬ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২০, ২০২১
০৭:১৬ পূর্বাহ্ন
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ ও বিভিন্ন সেক্টরের উদ্যোক্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চেম্বার হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব।
সভায় প্রতিনিধিদলের প্রধান টাইলর ব্যাবকক বাংলাদেশের কৃষিকে সম্ভাবনাময় একটি ক্ষেত্র হিসেবে উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি বর্তমানে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর অন্যতম। এ দেশের মানুষের মাথাপিছু আয় দ্রুত বেড়ে চলেছে।’ এ দেশে বিদেশি বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কথা বলে উভয় দেশের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, ‘ইউএসডিএ কৃষি সেক্টর ছাড়াও অন্যান্য সেক্টরের উন্নয়নে কাজ করে থাকে। কারণ সব ধরনের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে কৃষির যোগসূত্র রয়েছে।’ ব্যাবকক বলেন, ‘অর্থনৈতিক ক্ষেত্রে সিলেটের সম্ভাবনার বিষয়টি উপলব্ধি করে সিলেট এসেছি এখানকার কৃষি উদ্যোক্তা ও বিজনেস কমিউনিটির সঙ্গে কথা বলতে।’
সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, ‘সিলেট বিদেশি বিনিয়োগের আদর্শ স্থান। এখানে শিল্প স্থাপনের প্রয়োজনীয় উপকরণ গ্যাস, জ্বালানি তেল, জমি রয়েছে। বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে সিলেটে কৃষিভিত্তিক রপ্তানিমুখী শিল্প স্থাপন অত্যন্ত লাভজনক হবে। কারণ ভারতের ওইসব রাজ্যে বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য সহযোগিতার হাত প্রসারিত করে দিয়েছেন। সিলেটে সরকারি উদ্যোগে স্পেশাল ইকোনমিক জোন ও বঙ্গবন্ধু হাই-টেক পার্ক গড়ে তোলা হয়েছে। বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা এসব সুবিধা গ্রহণের পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখতে পারবেন।’
সভায় ইউএসডিএ এর এগ্রিকালচার স্পেশালিস্ট ড. তানভীর এম বি হোসেন, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম ইকবাল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, প্রিমিয়াম ফিস এন্ড এগ্রো’র চেয়ারম্যান কল্লোল আহমেদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মাহমুদুল ইসলাম নজরুল, শিল্পোদ্যোক্তা মো. মঈনুল ইসলাম চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, মনোজাহান পলি ইসলাম, হেলেন আহমেদ, এম. এ. সায়েম, চিকিৎসা খাতের উদ্যোক্তা ডা. নাসিম আহমদ, প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম, সিলেট চেম্বারের পরিচালক মো. আতিক হোসেন, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), সাংবাদিক মুহিত চৌধুরী, দোহা চৌধুরী, উদ্যোক্তা মো. মাহবুবুল আলম চৌধুরী, নুরজাহান বেগম, শহিদুল ইসলাম, সোহেল রানা, সৈয়দ মুমিনুল ইসলাম, আলতাফ হোসেন, জয়দেব চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।
আরসি-০২