দিঘি রক্ষায় মানববন্ধন আজ

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২০, ২০২১
০৭:০৮ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২০, ২০২১
০৯:২০ অপরাহ্ন



দিঘি রক্ষায় মানববন্ধন আজ

ধোপাদিঘি, সাগরদিঘি, মাছুদিঘি, রামেরদিঘি, চারাদিঘি, মজুমদার দিঘি, কাজীদিঘি, লালদিঘিসহ ২৫ থেকে ৩০টি দিঘির নামে সিলেট নগরের কয়েকটি এলাকা পরিচিত। এতগুলো দিঘির নাম শুনলে মনে হয় সিলেট যেন দিঘিময় নগর। কিন্তু বাস্তবে এসব দিঘির বেশিরভাগেরই কোনো অস্তিত্ব নেই।

হারিয়ে যাওয়া এসব দিঘি উদ্ধার ও হারিয়ে যেতে বসা দিঘি রক্ষায় মাঠে নামছেন নগরবাসী। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার যৌথ উদ্যোগে আজ বুধবার বিকেল ৩টায় ঐতিহ্যবাহি মজুমদার বাড়ির দিঘির পাড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

মঙ্গলবার বাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মানববন্ধনে সংবাদকর্মী ও এলাকার নাগরিকদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আরসি-০১