জৈন্তাপুরে ঘর পেল ৯টি ভূমিহীন পরিবার

জৈন্তাপুর প্রতিনিধি


জানুয়ারি ২০, ২০২১
০৪:৪৪ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২০, ২০২১
০৪:৪৪ পূর্বাহ্ন



জৈন্তাপুরে ঘর পেল ৯টি ভূমিহীন পরিবার

সিলেটের জৈন্তাপুরে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দরিদ্র ভূমিহীনদের মধ্যে ঘর হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জৈন্তাপুর উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার চারিকাটা ইউনিয়নের ১১ জন উপকারভোগীর মধ্যে ৯ জন উপকারভোগীকে নির্মাণাধীণ ৯টি ঘর পরীক্ষামূলকভাবে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ঘর হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উপকারভোগীদের মধ্যে দলিল ও ঘরের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

গতকাল জৈন্তাপুরে মুজিববর্ষের ঘরে অনানুষ্ঠানিকভাবে উপকারভোগীদের প্রবেশ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। এ সময় জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভিন, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম.এ, জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমান, চিকনাগুল ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশিদ, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মো. আবুল হোসেন, আব্দুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে আমিন আহমদ, রবেল শরিফ, ইউপি সদস্য জালাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য রাহেল আহমদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কামাল আহমদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রকৃত ঘরবিহীন ছিন্নমূল উপকারভোগীদের মধ্যে পর্যায়ক্রমে জৈন্তাপুরে ৩৩০টি ঘর হস্তান্তর করা হবে। তারই ধারাবাহিকতায় চারিকাটা ইউনিয়নের ১১ জন উপকারভোগীর মধ্যে ৯ জন উপকারভোগীর কাছে ঘর হস্তান্তর করা হয়েছে। বাকিদের মধ্যে দ্রুত ঘর হস্তান্তর করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম পর্যায়ে ১২০ জনের মধ্যে যে সকল উপকারভোগীদের ওপর অভিযোগ এসেছে, সেগুলো সরেজমিনে তদন্তের মাধ্যমে ২৩ জন উপকারভোগীকে বাতিল করার জন্য আমি ঘর কমিটির নিকট সুপারিশ করেছি। কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 

আরকে/আরআর-০৮