সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২০, ২০২১
০৩:১৬ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২০, ২০২১
০৩:২৭ পূর্বাহ্ন
সিলেটে এসএ টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি পালন এবং নবম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল ৪ টায় জল্লারপারস্থ হোটেল গ্রান্ড প্যালেসে কেক কাটার মাধ্যমে অষ্টম বর্ষপূর্তি উদযাপন করে এসএ টিভি সিলেট ব্যুরো।
এস এ টিভি সিলেট ব্যুরোর স্টাফ করেন্সপন্ডেন্ট আবু বকর আল আমিনের সঞ্চালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্লাহ তাহের, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মাহবুবুল হক চৌধুরী, এসএ পরিবহন সিলেটের ব্যবস্থাপক আব্দুল হাই, হোটেল গ্রান্ড প্যালেসের অপারেশন ম্যানেজার মো. সেলিম উল্লাহ, সিলেট জেলা প্রেসক্লাবের সহসভাপতি ছোটন সিংহ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ছত্রী, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের এপ্লায়েড সোসিওলজি অ্যান্ড সোস্যাল ওয়ার্ক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তানভির আহমেদ চৌধুরী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন হাসান, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি দীগেন সিংহ, গ্রান্ড প্যালেস হোটেলের মার্কেটিং ম্যানেজার জানিবুল ইসলাম চৌধুরীসহ সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা এসএ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সুনাম অক্ষুন্ন রেখে অনুষ্টান ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রেখে দেশের অগ্রগতিতে ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যয়ে গান পরিবেশন করে থিয়েটার একদল ফিনিক্স।