গোয়াইনঘাটে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি


জানুয়ারি ২০, ২০২১
১২:১৬ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২০, ২০২১
১২:১৬ পূর্বাহ্ন



গোয়াইনঘাটে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় গোয়াইনঘাটে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় খাদ্যের নিরাপদতা শীর্ষক এ সেমিনার।

গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেটের নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, মেডিকেল অফিসার খালেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলার খাদ্য পরিদর্শক মো. আফছার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছলিম উল্লাহ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম।

 

এমএম/আরআর-০১