সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২১
০৬:২১ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১৯, ২০২১
০৬:২১ অপরাহ্ন
আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সহযোগিতায় গণ সাংস্কৃতিক সংগঠন মৃত্তিকায় মহাকালের সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সামাজিক পরিবর্তন বিষয়ক প্রকল্প ‘লেট দ্যা লাইট কাম’ সমাপ্ত হয়েছে। ভার্চুয়াল সম্প্রপ্রচারের মাধ্যমে এই প্রকল্পে মৃত্তিকায় মহাকাল মোট ১১টি সাংস্কৃতিক অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রপ্রচার করে। সাংস্কৃতিক আয়োজনগুলোর মধ্যে ছয়টি পথ নাটক, ২টি সংগীতালেখ্য, গাহি সাম্যের গান ও আবার আসবে প্রমিথিউস শিরোনামের ২টি আবৃত্তি প্রযোজনা ও মহাকালের পালা শিরোনামের ১টি মঞ্চ নাটক।
এছাড়া প্রকল্পের বিভিন্ন ওয়েবিনারে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনষ্টিটিউটের রেসিডেন্সিয়াল প্রোগ্রাম ডিরেক্টর জিওফ্রে ম্যাকডোনালড পি এইচ ডি, প্রোগ্রাম ম্যানেজার বাংলাদেশ অমিতাভ ঘোষ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক, বরেণ্য আবৃত্তি শিল্পী কাজী মাহতাব সুমন ও রাশেদ হাসান।
এসময় তারা বলেন, ‘শুদ্ধ সংস্কৃতি চর্চা ছাড়া একটি জাতির মানবিক পরিবর্তন সম্ভব নয়। শুদ্ধ সংস্কৃতি চর্চাই আমাদের সমাজের বিভিন্ন অসঙ্গতি দূর করতে পারে। একটি মানবিক গুণসম্পন্ন জাতি গঠনে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বিশ্বব্যাপী গণতন্ত্রের অগ্রযাত্রায় বদ্ধ পরিকর।’
‘লেট দ্যা লাইট কাম’ এর প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন মৃত্তিকায় মহাকালের মূখ্য নির্বাহী সৈয়দ সাইমূম আনজুম ইভান। প্রকল্প সমন্বয়ক ছিলেন আব্দুল আহাদ সানি।
বিএ-০৫