নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৯, ২০২১
১০:৫৭ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৯, ২০২১
১০:৫৯ পূর্বাহ্ন
কুমারগাঁও গ্রিডে যান্ত্রিক ত্রুটির কারণে সিলেট নগর আবারও বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে বিদ্যুৎহীন হয় সিলেট।
বিদ্যুৎ বিতরণ বিভাগ আম্বরখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিলেট মিররকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘কুমারগাঁও গ্রিডে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে নগরের অধিকাংশ এলাকাতেই বিদ্যুৎ নেই। এটা সারাতেও সময় লাগবে।’
তবে কত সময় লাগতে পারে সেটা তিনি নিশ্চিত করতে পারেননি।
প্রসঙ্গত, এ নিয়ে গত দুই মাসে তৃতীয়বারের মতো এমন ত্রুটি দেখা দিয়েছে সিলেটের কুমারগাঁও গ্রিডে।
আরসি/০১