ওসমানীনগরে কোভিড-১৯ বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ওসমানীনগর প্রতিনিধি


জানুয়ারি ১৯, ২০২১
০১:৩০ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৯, ২০২১
০১:৩০ পূর্বাহ্ন



ওসমানীনগরে কোভিড-১৯ বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সিলেটের ওসমানীনগরে এনজিও সংস্থা এফআইভিডিবি’র সংঘ প্রকল্পের আওতায় এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় কোভিড-১৯ বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়ছে।

আজ সোমবার (১৮ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত সভায় করোনাকালীন সময়ে করণীয় বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন বিভিন শ্রেণি-পেশার মানুষ। 

গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিকের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়ক মো. শফিকুল ইসলাম। সভায় বক্তব্য দেন, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, গোয়ালাবাজার আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামছুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নেয়ামত উল্লাহ্, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, এফআইভিডিবি’র উপজেলা সমন্বয়কারী সাবিকুন নাহার, এসডিএফ'র উপজেলা সমন্বয়কারী কামরুল ইসলাম, শিক্ষক মো. আনোয়ার হোসেন, সাংবাদিক কবির আহমদ, এফআইভিডিবি’র সুমন আহমদ প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সংঘ প্রকল্পের আওতায় থাকা তরুণ-তরুণীরা অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। 

 

ইউডি/আরআর-০৬