লার্নিং পয়েন্ট এর গোয়ালাবাজার ক্যাম্পাসে সনদ বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি


জানুয়ারি ১৯, ২০২১
১২:০৮ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৯, ২০২১
১২:০৮ পূর্বাহ্ন



লার্নিং পয়েন্ট এর গোয়ালাবাজার ক্যাম্পাসে সনদ বিতরণ

সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারের লার্নিং পয়েন্ট এর শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ সোমবার (১৮ জানুয়ারি) হাজী নছিব উল্লাহ মার্কেটের তৃতীয় তলায় লার্নিং পয়েন্ট ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লার্নিং পয়েন্ট এর প্রতিষ্ঠাতা প্রধান মঈন উদ্দিনের সভাপতিত্বে ও স্পোকেন ইংলিশ কোর্সের শিক্ষক তাওফিক খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি। বিশেষ অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সিলেট জেলা যুবলীগ নেতা কিবরিয়া মিয়া, ওসমানীনগর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দিলদার আলী, দয়ামীর ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক আব্দুর রহিম ও লার্নিং পয়েন্ট গোয়ালাবাজার শাখার পরিচালক আব্দুশ শহিদ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, কারিগরি প্রশিক্ষণ ও ইংরেজি ভাষা শিক্ষার মাধ্যমে এলাকার শিক্ষিত বেকারদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে লার্নিং পয়েন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করছেন। ডিজিটাল দেশ গড়ার প্রথম শর্ত হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষা। আর্ন্তজাতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে ইংরেজি শিক্ষার বিকল্প নেই। পাশাপাশি বিশ্বব্যাপী কারিগরি শিক্ষার কদরও দিন দিন বাড়ছে।

তারা বলেন, বর্তমান করোনা মৌসুমেও বাংলাদেশ তার অর্থনৈতিক প্রবৃদ্ধি অক্ষুন্ন রেখেছে। আর এই ধারাবাহিকতা রক্ষায় প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। তারা তাদের মেধা ও যোগ্যতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ডলার-পাউন্ড উপার্জন করে বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তাদের এই উন্নতির মূলে ইংরেজি ভাষায় দক্ষতা ও কারিগরি শিক্ষা মুখ্য ভূমিকা রাখছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের শিক্ষিত মেধাবী তরুণদের কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনসম্পদে পরিণত করতে হবে। এক্ষেত্রে লার্নিং পয়েন্ট বিগত ১৬ বছর ধরে এলাকার হাজার হাজার শিক্ষিত যুবাদের প্রশিক্ষণের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করছে।

অনুষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কম্পিউটার ৬ মাস মেয়াদী কোর্সে উত্তীর্ণ ১১১ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন লার্নিং পয়েন্টের ইংরেজি শিক্ষক আবু সানজিত সান্ত।

শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সহিদুল ইসলাম, বিলকিছ বেগম, হাফিজ আহমদ, আব্দুল লতিফ, ওয়াসিফুর রহমান, মাসুমা বেগম মিলি, আমিন উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে লার্নিং পয়েন্টের শিক্ষার্থী সোনালী দেব স্বর্ণা ও শাহ রাকিবুল ইসলাম প্রমুখ।

 

ইউডি/আরআর-০১