সিলেটে আওয়ামী লীগের চার বিদ্রোহী মেয়রপ্রার্থীকে বহিষ্কার

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৮, ২০২১
১১:৫২ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৮, ২০২১
১১:৫৩ অপরাহ্ন



সিলেটে আওয়ামী লীগের চার বিদ্রোহী মেয়রপ্রার্থীকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভার চার মেয়রপদ প্রার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আজ সোমবার (১৮ জানুয়ারি) সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান তাদের বহিষ্কার করেন।

এর আগে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে দুই বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়।

বহিষ্কৃতরা হচ্ছেন, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ (পাপলু), জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ এবং জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আব্দুল আহাদ।

এদিকে, বহিষ্কারাদেশ সমূহের বিষয়ে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবরে সুপারিশসহ প্রেরণ করেন জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দির খান। তিনি সিলেট মিরর বলেন, ‘দলের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সুপারিশের ভিত্তিতে সিলেটের জকিগঞ্জের ২জন ও গোলাপগঞ্জের ২জনকে সাময়িক বহিষ্কার করা হয়।’

 

এএফ/