নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৮, ২০২১
০৬:৫০ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১৮, ২০২১
০৭:৩৯ অপরাহ্ন
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধ নিজামউদ্দিন লস্কর ময়নার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোকবার্তায় মেয়র বলেন, নিজামউদ্দিন লস্কর ময়না আমাদের মুক্তিযুদ্ধে অনন্য অবদান রাখেন। যুদ্ধে পায়ে গুলিবিদ্ধ হন। স্বাধীনতার পর সংস্কৃতি ও নাটক নিয়ে দেশ গড়ার যুদ্ধ চালিয়ে যান তিনি। তার মৃত্যুতে সিলেটবাসী বহু গুণে গুণান্বিত একজন প্রতিভাবান মানুষকে হারালো। এটি সিলেটসহ পুরো দেশবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।
মেয়র বলেন, শারিরীকভাবে চলে গেলেও নিজামউদ্দিন লস্কর ময়না আমাদের মধ্যে থাকবেন তার কর্মের মাধ্যমে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে এই বীর মুক্তিযোদ্ধার নাম।
মেয়র নিজামউদ্দিন লস্করের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর ময়না মারা গেছেন। রবিবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে নগরের নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
বিএ-০৩