শহীদ মিনারে পৌঁছেছে নিজামউদ্দিন লস্করের মরদেহ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৮, ২০২১
১০:২০ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৮, ২০২১
১০:২০ পূর্বাহ্ন



শহীদ মিনারে পৌঁছেছে নিজামউদ্দিন লস্করের মরদেহ

লেখক, অনুবাদক, নাট্যকার, বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর ময়নার মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে।

আজ সোমবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ শহীদ মিনারে এসে পৌঁছায়। 

প্রথমে জাতির এই শ্রেষ্ঠ সন্তান এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর শুরু হবে শ্রদ্ধা নিবেদনের পালা। 

এরপর আজ বাদ জোহর হযরত শাহজালাল (র.) এর দরগাহ মসজিদে জানাজার নামাজের পর দরগা কবরস্তানে তাকে দাফন করা হবে।

 

এএফ/০১