নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৮, ২০২১
০৬:১৪ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৮, ২০২১
০৬:৫০ পূর্বাহ্ন
লেখক, অনুবাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর এর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।
আজ সোমবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১১টায় শহীদ মিনারে নিয়ে আসা হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তাঁর মরদেহ সেখানে রাখা হবে। এর আগে সেখানে জাতির শ্রেষ্ঠ সন্তান এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হবে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
রবিবার (১৭ জানুয়ারি) রাত ৯ টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবক নিজামউদ্দিন লস্কর।
আরসি-০১