না ফেরার দেশে নিজামউদ্দিন লস্কর ময়না

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ১৮, ২০২১
০৩:২৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৮, ২০২১
০৬:৩৪ পূর্বাহ্ন



না ফেরার দেশে নিজামউদ্দিন লস্কর ময়না

ছবি- বেলাল আহমেদ

লেখক, অনুবাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর আর নেই। 

আজ রবিবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে সিলেট নগরের একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তাঁর ছোটোভাই মাহবুব উদ্দিন লস্কর বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁর পরিবার সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি শুক্রবার ব্রেনস্ট্রোক করেন বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর। এদিন রাত নয়টার দিকে তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে তিনি লাইফসাপোর্টে ছিলেন। প্রায় এক সপ্তাহ সেখানে চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার দুপুর একটার দিকে লাইফসাপোর্ট খুলে তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। এরপর গত শুক্রবার তাকে নগরের পাঠানটুলাস্থ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ রাত নয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

 

এএফ/১০