ওসমানীনগর প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২১
০২:১৭ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৮, ২০২১
০২:১৭ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরের চরইসবপুরস্থ হাজী সাদ উল্যা দারুল কোরআন হাফিজিয়া মাদরাসার মাঠে অসহায়দের মধ্যে হাজী সাদ উল্যা মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রবাসীরা দেশের সম্পদ। করোনা মহামারিতে প্রবাসে নিজেরা গৃহবন্দি থেকেও আমাদের প্রবাসীরা নাড়ির টানে এলাকার অসহায়দের সাহায্যে যেভাবে এগিয়ে এসেছেন, তা অপূরণীয়। ছাদ উল্যা ট্রাস্টের তত্বাবধানে শীতার্তদের মধ্যে কম্বল প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ। বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমাণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের তনয়া দেশরত্ন শেখ হাসিনাসহ বিদেশের মাটিতে ঘাম জড়ানো আমাদের সেই প্রবাসীরাসহ সবাই দেশের সার্বিক কল্যাণে কাজ করে যাওয়ায় বিশ্বের দরবারে আজ বাংলাদেশের মান-মর্যাদা বৃদ্ধি পাচ্ছে।
হাজী সাদ উল্যা দারুল কোরআন হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক মাওলানা রায়হান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, থানার ওসি শ্যামল বণিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অজিত পাল, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পাল, যুবলীগ নেতা মঈন উদ্দিন মোহন ও রয়েল মিয়া। স্বাগত বক্তব্য দেন ট্রাস্টি পরিবারের সদস্য মাহমুদুর রেজা চৌধুরী অদুদ।
ইউডি/আরআর-১০