কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২১
০২:০১ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৮, ২০২১
০২:০১ পূর্বাহ্ন
মোহাম্মদ আলী
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী।
সম্প্রতি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন কমিটির ৪র্থ সভায় প্রার্থীদের যাচাই-বাছাই শেষে কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় সভাপতি মোহাম্মদ আলীসহ ৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
এছাড়া সহ-সভাপতি পদে ইকবাল হোসেন, সদস্য পদে রেখা রানী বিশ্বাস, চান মিয়া, জয়নাল আবেদীন ও রুহুল কুদ্দুস নির্বাচিত হয়েছেন।
উপজেলা সমবায় কর্মকর্তা আজিজুল হক জানান, সমবায় সমিতির নীতিমালা অনুযায়ী তফসিল ঘোষণার পর একজন সভাপতি, একজন সহ-সভাপতি ও তিনজন পরিচালক সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এমকে/আরআর-০৮