বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্করের রোগ মুক্তি কামনায় দোয়া

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৮, ২০২১
০১:৫২ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৮, ২০২১
০১:৫২ পূর্বাহ্ন



বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্করের রোগ মুক্তি কামনায় দোয়া

সিলেট ফটোগ্রাফিক সোসাইটি (এসপিএস) এর প্রতিষ্ঠাতা সভাপতি, লেখক, অনুবাদক, নাট্যকার, বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর ময়নার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসপিএস এর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (১৬ জানুয়ারি) বাদ আসর লামাবাজার জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর ময়নার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল উপস্থিত ছিলেন, সিলেট ফটোগ্রাফিক সোসাইটি (এসপিএস) এর সভাপতি ফরিদ আহমদ, প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সাবেক সভাপতি আব্দুল মোনায়েম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইফতেখার মনি সহ সংগঠনের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর গুরুতর অসুস্থ হয়ে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এএফ/০৭