যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী হেলাল আহমেদ হেনুর ইন্তেকাল

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৫, ২০২১
০৫:৪৫ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৮, ২০২১
১২:৪৬ পূর্বাহ্ন



যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী হেলাল আহমেদ হেনুর ইন্তেকাল

যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সালামী ইন্ডিয়ান রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী হেলাল আহমেদ হেনু ইন্তেকাল করেছেন। গত ৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের জালালাবাদ কমিউনিটিতে প্রায় চার দশক ধরে অত্যন্ত পরিচিত মুখ হেলাল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামের লন্ডন প্রবাসী মরহুম আকদ্দছ আলী ও বাগিরঘাট ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক বেগম তাহিরুন্নেছা খানম আলীর বড় ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত হাসিখুশি, বন্ধুবৎসল ও পরোপকারী ছিলেন। তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেছেন তার ছোট ভাই তোফায়েল আহমদ এনু। 

 

এএফ/